• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু

আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৬৫ জন শিশু। দেশের ৭ হাজার ২৭৯ টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এরমধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ছাত্র এবং ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন ছাত্রী। ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রী ১ লাখ ৩৮ হাজার ৪১৪ জন। আজ ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলবে সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। কাল অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা। মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বুধবার প্রাথমিক বিজ্ঞান, বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর রবিবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রথম দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ