বাংলাদেশে ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি এক টুইট (এক্স) বার্তায় জানান, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ট্র্যাজেডির মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছে পাকিস্তান।
বন্ধুপ্রতীম দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের সহনশীল ও সংগ্রামী জনগণ তাদের অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করতে পারবে।