• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

১৭ কর্মকর্তাকে ডিএমপিতে আনা হলো , বদলি ১৩ জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

ডিএমপিতে আনা হলো যাদের:

এসবির সহকারী পুলিশ সুপার সালেহ মুহম্মদ জাকারিয়া, এসপিবিএন ঢাকার ফারহানা মৃধা, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সার্কেলের মো. মোর্শেদুল হাসান, নাটোর সিংড়া সার্কেলের মো. আকতারুজ্জামান, কুড়িগ্রাম নাগেশ্বরী সার্কেলের মো. মাসুদ রানা, র‌্যাবের পহন চাকমা ও আবুল বাসার মোল্যা, পটুয়াখালী বাউফল সার্কেলের সাদ্দাম হোসাইন, ময়মনসিংহ ফুলপুর সার্কেলের মো. আতাহারুল ইসলাম তালুকদার, বরিশাল উজিরপুর সার্কেলের মো. মাজহারুল ইসলাম, রাজশাহী সারদার মো. সাকিবুল আলম ভূঁইয়া ও তারিক লতিফ (বর্তমানে সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), র‌্যাবের মুহা. জাহিদ হাসান, বান্দরবান এসএএফের মো. আমজাদ হোসেন ও খাগড়াছড়ি এসএসএফের সৈয়দ মুমিদ রায়হান, এপিবিএনের জুয়েল চাকমা এবং র‌্যাবের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হোসাইন।

 

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ