• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রস্তুতি

আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

মোস্তাফিজুর রহমান লিটন

সিনিয়র শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

ধ্বনিতত্ত্ব

২৬। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

ক) ১৩টি   খ) ১১টি       গ) ৪৯টি    ঘ) ৩৯টি

২৭। বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?

ক) ৪টি     খ) ৫টি          গ) ৬টি     ঘ) ৭টি

২৮। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?

ক) স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়

খ) স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহূত হয়

গ) ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহূত হলে

ঘ) ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহূত হলে

২৯। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?

ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে

খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে

গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে

ঘ) যুগ্ম-স্বরবর্ণের ব্যবহারকে

৩০। স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক) আ-কার    খ) ই-কার       গ) ঈ-কার           ঘ) কার

৩১। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?

ক) ফলা     খ) কার          ( গ) রেখা               ঘ) যুক্তবর্ণ

৩২। যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলে—

ক) উষ্মধ্বনি                                খ) অল্পপ্রাণ ধ্বনি

গ) অন্ত্মঃসত্ম ধ্বনি                       ঘ) হসন্ত ধ্বনি

৩৩। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?

ক) আটটি    খ) নয়টি      গ) দশটি   ( ঘ) এগারটি

৩৪। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?

ক) অ         খ) আ         গ) ই       ঘ) এ

৩৫। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

ক) কার       খ) ফলা        গ) মাত্রা                 ঘ) কষি

৩৬। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

ক) পাঁচটি     খ) আটটি      গ) দশটি                 ঘ) আগারটি

৩৭। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?

ক) ঠোঁট       খ) ফুসফুস       গ) দাঁত               ঘ) জিহ্বা

৩৮। Phoneme অর্থ কী?

ক) ধ্বনিমূল  ( খ) শব্দমূল  গ) বাক্যমূল  ঘ) পদমূল

৩৯। ধ্বনি উত্পাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?

ক) মুখবিবর ও জিহ্বা                    খ) কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা     গ) দন্ত ও ওষ্ঠ

ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

৪০। কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্ত্যমূল?

ক) ন, ল, স                                খ) শ, ষ, ঝ

গ) য, র, ঢ়                   ঘ) ম, ব, প

৪১। ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?

ক) কণ্ঠধ্বনি                                            খ) তালব্যধ্বনি

গ) মূর্ধন্যধ্বনি              ঘ) ওষ্ঠ্যধ্বনি

৪২। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?

ক) ঙ, ঞ, ম                খ) ঃ, ং,  ঁ

গ) জ, য, ত্                          ঘ) শ, ষ, স

৪৩। কোন বর্ণগুলো কখনো শব্দের আদিতে বসে না?

ক) ঋ, ঃ, ঞ, ল                         খ) হ, ণ, ঙ, ং

গ) চ, ন, ড়, ঢ়                              ঘ) ঃ, ঙ, ঞ

৪৪। খন্ড ত (ত্) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ?

ক)  ‘খ’ বর্ণের                              খ)  ‘দ’ বর্ণের

গ)  ‘ত’ বর্ণের                              ঘ)  ‘ধ’ বর্ণের

৪৫। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণ কয়টি?

ক) ২টি       খ) ৩টি         ( গ) ৪টি                   ঘ) ৫টি

৪৬। পরাশ্রয়ী বর্ণ কোনটি?

ক) ং           খ) ত্                 গ) ঙ               ঘ) য়

৪৭। ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়?

ক) দীর্ঘ হয়                  খ) বদলে যায়

গ) সংক্ষেপ হয়                             ঘ) গরমিল হয়

৪৮। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময়—

ক) হ্রস্ব হয়                   খ) দীর্ঘ হয়

গ) হ্রস্ব হয় না                               ঘ) দীর্ঘ হয় না

৪৯। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়— এরূপ স্বরধ্বনিকে কী বলে?

ক) মৌলিক স্বর                           খ) যৌগিক স্বর

গ) সাধিত স্বর                              ঘ) অল্প স্বর

৫০। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক) এগারটি                                 খ) পঁচিশটি

গ) চল্লিশটি                                  ঘ) পঞ্চাশটি

 

 

উত্তর

২৬। ঘ) ২৭। ঘ) ২৮। খ) ২৯। ক) ৩০।

ঘ) ৩১। ৩২। ঘ) ৩৩। গ) ৩৪। ক) ৩৫। খ) ৩৬। ক) ৩৭। ঘ) ৩৮। ক) ৩৯। ঘ) ৪০। ক)

৪১। ঘ)  ৪২। খ) ৪৩। ঘ) ৪৪। গ) ৪৫। খ) ৪৬। ক) ৪৭। খ) গ) ৪৮। খ) ৪৯। খ) ৫০। খ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ