• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁসের অভিযোগ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁসের অভিযোগ উঠেছে। নিজ সোনামণির হাতে অভিভাবকরাই প্রশ্ন তুলে দিচ্ছেন। আর এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপ ও পেজে রাতভর সরব থাকছেন তারা। পরীক্ষার আগের রাতে প্রশ্ন-উত্তর পেতে অনেক অভিভাবকের সময় কাটছে ফেসবুকে। তারা মন্তব্য করছেন এবং উত্তরসহ প্রশ্নপত্র সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন অভিভাবক।

 

তারা বলেন, ‘PEC JSC SSC HSC Question Suggestion. All Board Examine 2018+ 2019+20+21 BD’ নামের একটি পাবলিক গ্রুপে ‘Md Rasel’ নামের একজন সকাল ৯টা ৫৫ মিনিটে প্রশ্নের ছবি পোস্ট করেন। এখানে প্রশ্নের উত্তরও পোস্ট করা হয়। পরীক্ষা শেষে দেখা যায় ফাঁস হওয়া এ প্রশ্নের সাথে ঢাকা অঞ্চলের প্রশ্ন হুবহু মিলে গেছে। দেখা গেছে, যেসব গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ছড়ানো হচ্ছে সেসব গ্রুপের কোনো কোনোটির সদস্য সংখ্যা অর্ধ লক্ষাধিক।

 

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশজুড়ে একযোগে পিইসির ‘প্রাথমিক বিজ্ঞান’ পরীক্ষা  হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ