• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

এস আলমের দুই ছেলের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকে আবেদন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আলম, আসাদুল আলম মাহির ও তাদের সহযোগী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ আবু মো. দাউদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। আবেদনে তাদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি নির্দেশনা চাওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুদকের চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুলতান মাহমুদ এ আবেদন দায়ের করেন।

আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে মোহাম্মদ সাইফুল আলমের দুই পুত্র আশরাফুল আলম, আসাদুল আলম মাহির ও তাদের সহযোগিতাকারী জাতীয় রাজস্ব বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের সাবেক কর কমিশনার সৈয়দ আবু মো. দাউদ উভয়ে ক্ষমতার অপব্যবহার করে।

তারা জ্ঞাত আয়বর্হিভূত ৫০০ কোটি কালো টাকা সাদা করার নির্ধারিত সময় পার হওয়ার পর মো. দাউদ অবৈধভাবে কোটি টাকা গ্রহণ করে ১২৫ কোটি টাকার স্থলে নামে মাত্র ৫০ কোটি টাকা আয়কর দিয়ে কালো টাকা সাদা করেন। যা সম্পূর্ণরূপে আইন বহির্ভূত এবং অবৈধ।

আবেদনে অবৈধভাবে জ্ঞাত আয় বর্হিভূত অর্থ অর্জন করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এই অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও শাস্তির আবেদন করেছেন সুলতান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ