প্রধান নির্বাচন কমিশনার মো. নূরুল হুদা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মতোই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, ‘দেশের ৪৬০ টি স্থানীয় নির্বাচন, দু’টি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। কোন বিরূপ প্রতিক্রিয়া বা সন্দেহ প্রকাশ পায়নি। এবারও আমরা সুষ্ঠু নির্বাচনে সক্ষম হবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।’
শনিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশে ৯ কোটি ৪০ লাখ নাগরিকের হাতে এই স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, স্মার্ট কার্ডের ভুল ত্রুটি সাধারণ হলে দ্রুত সংশোধন করা যাবে। কিন্তু যদি বয়স জনিত ভুল, বাবার নাম অন্য ছাপা হয়ে থাকে সেগুলো চেক করতে একটু সময় প্রয়োজন হবে।
নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ এর সিও লেফটেনেন্ট কর্ণেল কামরুল হাসান। পরে সিইসি নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড তুলে দেন। বাসস।