বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে সেটি আমাদের জানতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এ ঘটনা বের করতে হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর বিডিআর বিদ্রোহের রায় বেরিয়েছে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু রায় সম্পর্কে বিচারকরা যে পর্যবেক্ষণ দিয়েছেন, সে ব্যাপারে বলতে চাই। তারাই স্বীকার করে বলেছেন, গোয়েন্দা ব্যর্থতা তদন্ত করে দেখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্ত চলছে।