জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তিনি যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই সোনার বাংলা গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
বুধবার ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সালাউদ্দিন আহম্মেদ মুক্তি এমপি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এ সময় জাতীয় পার্টির জেলা ও মহানগর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।