• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

পাটকেলঘাটায় জাতীয় ইমাম কল্যাণ সমিতির কমিটি গঠন।

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গোলাম রব্বানী তালা উপজেলা সংবাদদাতা:-সাতক্ষীরা’র পাটকেলঘাটায় বাংলাদেশ জাতীয় ইমাম কল্যাণ সমিতর পাটকেলঘাটা থানা শাখার আগামী ২০২৫-২৬-২৭ সাল, তথা ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে ।

১৫ ই ডিসেম্বর রবিবার সকাল ১২ ঘটিকায় জাতীয় ইমাম কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা শাখার উদ্যোগে পাটকেলঘাটা কপোতাক্ষ নদের তীরে পাটকেলঘাটা বাজার মসজিদের দোতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ( এ,এস,পি) মোঃ হাসানুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মঈন উদ্দিন, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম , পাটকেলঘাটা থানা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এস ,এম রেজাউল করিম, এবং অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,
অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ ।

এ সময় তালা উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১১৫ জন বিভিন্ন মসজিদের ইমামগনের উপস্থিতিতে সর্বসম্মতিকরমে ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।
এ কমিটির সভাপতি মাওলানা এস এম রেজাউল করিম, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সহকারি সেক্রেটারি হাফেজ আহমাদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, সহকারি সাংগঠনিক সম্পাদক মাওলানা মহসিন, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মালেক, দপ্তর সম্পাদক মাওলানা মইনুদ্দিন বুখারী, প্রচার সম্পাদক মাওলানা আতাউর রহমান ফারুকী, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোঃ বারিউজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ