• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

ট্রাম্প যে কারনে বাইডেনকে ‘মূর্খ’ বললেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলায় অনুমতি দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মূর্খ’ বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এমন সিদ্ধান্তকে ভুল এবং বোকামি বলেও মন্তব্য করেছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। খবর তাসের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি না রাশিয়ার ২০০ মাইল অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি দেওয়া উচিত ছিল। এটি একটি খারাপ সিদ্ধান্ত ছিল। এ ব্যাপারে বাইডেন প্রশাসন অত্যন্ত খারাপ কাজ করেছে বলে মনে করেন ট্রাম্প।

ফ্লোরিডায় তার বাগানবাড়ি মার-এ-লাগো এস্টেটে বক্তৃতায় সোমবার ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি না, এটির অনুমতি দেওয়া উচিত ছিল এবং অবশ্যই আমি দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ আগে তো নয়ই। রাশিয়ায় হামলার বিষয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়াটা খুব বোকামি হয়েছে বলে মনে করেন ট্রাম্প।

নতুন এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাইডেন এই সিদ্ধান্ত না নিয়ে অন্যভাবে বিষয়টি সুরাহা করতে পারতেন। দায়িত্ব নেওয়ার পর আমি এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলার জন্য মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিপদ সম্পর্কে ট্রাম্পের বিবৃতি সম্পূর্ণরূপে মস্কোর চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২১ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। ঘোষণার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইউক্রেন।

পুতিন জানিয়েছিলেন, রাশিয়া তার নতুন ওরেশনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের হামলার জবাব দিয়েছে। পশ্চিমারা নিজেদের মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে এবং তাদের আক্রমণাত্মক নীতি সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বলে হুঁশিয়ারি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন এ সিদ্ধান্ত নেন।

ট্রাম্প জানান, প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত অবসান চান তিনি। তিনি বলেন, যুদ্ধ বন্ধে সহয়োগিতা করার একটি দারুণ পরিকল্পনা আছে আমার। কিন্তু আমি যদি সেটা এখন ফাঁস করি, তবে তা ভেস্তে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ