হৃদযন্ত্রে অপারেশনের প্রায় দেড় মাস পর চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল রবিবার সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে তিনি চেকআপ করাবেন। গত ২০ অক্টোবর এই হাসপাতালেই তার হার্টে একটি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছিল।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও রত্না আমিন হাওলাদার এবং ঢাকা মহানগর উত্তর জাপার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন।