মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
চোখের আলো নিভল যখন
মনের আলো জ্বেলে
একলা এসেছি আমি একলা যাব চলে
আমিও সুখের মতো ফুরিয়ে যাব
১৬। উদ্ধৃত চরণের কোনটি ‘অন্ধবধূ’ কবিতায় নেই?
ক) নিঃসঙ্গতাবোধ খ) মৃত্যু কামনা
গ) মনের আবেগ ঘ) চোখের আলো
১৭। আমি ও ‘অন্ধবধূ’ কবিতায় অন্ধবধূর জীবনের নির্দেশিত দিকটি হলো-
iii. মুক্তি কামনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮। প্রবন্ধের উদ্দেশ্য কী?
ক) পাঠকের জ্ঞানতৃষ্ণাকে পরিতৃপ্ত করা
খ) পাঠকের চিন্তাকে পরিবর্তন করা
গ) পাঠকের মনোবৃত্তি সম্পর্কে ধারণা দেন
ঘ) লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা
১৯। মমতাদির শ্রান্তির ছায়া পড়েছে-
ক) কর্মঠ মুখে খ) বিশীর্ণ মুখে
গ) বিদীর্ণ মুখে ঘ) শান্ত মুখে
২০। মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৫৫ সালে খ) ১৯৫৬ সালে
গ) ১৯৫৭ সালে ঘ) ১৯৫৮ সালে
২১। পাকিস্তান আমলে বাংলা নববর্ষ উদযাপিত হয়-
iii. ধর্মনিরপেক্ষতার আদর্শে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
যেসব তত্সম শব্দ লোকমুখে উচ্চারণে বিকারপ্রাপ্ত হয়ে তাদের মূল রূপ বিশুদ্ধ রাখতে পারেনি, সেগুলোকে অর্ধ-তত্সম শব্দ বলে। যেমন- চন্দ্র > চন্দর, সূর্য > সুরুজ ইত্যাদি। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে্
২২। উদ্দীপক ও ‘বাংলা শব্দ’ প্রবন্ধে কী প্রাধান্য পেয়েছে?
ক) শব্দের উত্পত্তিগত আলোচনা
খ) শব্দের গঠনগত আলোচনা
গ) অর্থানুযায়ী শব্দের আলোচনা
ঘ) পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা
২৩। উদ্দীপক ও প্রবন্ধের আলোকে সংগতিপূর্ণ তদ্ভব শব্দ কোনটি?
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৪। অত্যাচার ও উপেক্ষায় ‘ছোটলোক সমপ্রদায়’ ভুলে যায় তার-
iii. অস্তিত্বের সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৫।‘বইপড়া’ প্রবন্ধ অনুসারে ডেমোক্রেসির উত্তরাধিকারী কারা?
ক) ইংরেজরা খ) বাঙালিরা
গ) ভারতীয়রা ঘ) পাকিস্তানিরা
২৬। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর-উক্তিটিতে ফুটে উঠেছে-
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৭। মঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত খ) ভারতচন্দ্র রায় গুণাকর
গ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৮।‘পালামৌ’ রচনার মূল লক্ষ্য কী? ছাত্র-ছাত্রীদের-
ক) কোন জাতির জীবনাচরণ সম্পর্কে ধারণা দেয়া
খ) পাহাড় বিষয়ে অবগত করানো
গ) ভ্রমণ কাহিনী বিষয়ে জ্ঞান দেওয়া
ঘ) শিক্ষা সফর সম্পর্কে উদ্বুদ্ধ করা
২৯। ‘শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারেই নাই’ এ কথা বলার কারণ কী?
ক) বাবার মুখে মুখে কথা বলায় খ) ধর্মীয় বিধি নিষেধ না মানায়
গ) পনের টাকা উপেক্ষা করায় ঘ) বাবার অমতে বিয়া করায়
৩০। স্কুল কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ কেন?
iii. ভুল শিক্ষা দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৬.ঘ ১৭ ঘ ১৮.ক ১৯.খ ২০.খ ২১.ঘ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬ ক ২৭.খ ২৮.ক ২৯.ক ৩০.ক