• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

আবারও ফিফা নিষিদ্ধ করল পাকিস্তানকে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

ফিফার সংবিধান সংশোধনী প্রত্যাখ্যান করায় পাকিস্তান ফুটবল ফেডারেশনকে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ আট বছরে এ নিয়ে তৃতীয় বারের মতো ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়ল পাকিস্তান।

ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএফএফ সংবিধানের সংশোধিত সংস্করণ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের সদস্যপদ অবিলম্বে স্থগিত করা হয়েছে। এই সংশোধনী পিএফএফের নির্বাচনকে স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে করতে প্রয়োজন ছিল এবং এটি ফিফার স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নির্বাচনী প্রক্রিয়া সংশোধনসহ কিছু গুরুত্বপূর্ণ ধারায় পরিবর্তন আনার সুপারিশ করেছিল। তবে পাকিস্তান ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কংগ্রেস এই সংশোধনী অনুমোদন করতে রাজি হয়নি, যার ফলে ফিফার সঙ্গে একটি অচলাবস্থা তৈরি হয়।

নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের জাতীয় ও ক্লাব পর্যায়ের দলগুলো আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না। সঙ্গে পিএফএফ ফিফার কোনো অনুদান বা সহায়তাও পাবে না।

পিএফএফের স্বাভাবিকীকরণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন, ‘পাকিস্তানের ফুটবল পরিচালনায় ফিফা কিছু পরিবর্তন আনতে চায়, যার ফলে এই ফেডারেশন আন্তর্জাতিক মান বজায় রাখতে পারে। কিন্তু সাম্প্রতিক আলোচনায় বেশিরভাগ নবনির্বাচিত সদস্য এই প্রস্তাবে সম্মত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ