• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

জামিন নিতে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

দুর্নীতির দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আজ মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার বামপন্থিদের হরতালের কারণে সময়মত আদালতে উপস্থিত না হওয়ায় জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই দুই মামলায় জামিন নেওয়ার জন্য বিএনপি বকশিবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার জানান, ম্যাডাম শারীরিকভাবে সুস্থ থাকলে বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে বেলা ১১টার দিকে যাবেন। আমরা উভয় মামলায় ম্যাডামের জামিন চাইব এবং চ্যারিটেবল মামলা সাফাই সাক্ষ্য থেকে এবং অরফানেজ মামলা যুক্তিতর্ক থেকে উত্তোলনপূর্বক অবশিষ্ট আত্মপক্ষ শুনানি গ্রহণের আবেদন করব। আমরা আশা করছি আদালত তা মঞ্জুর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ