• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

ইসলাম ও নৈতিক শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

আকাইদ ও নৈতিক জীবন

 

গতকালের পর

৩১। আল কুরআন সর্বশ্রেষ্ঠ মর্যাদাসম্পন্ন গ্রন্থ। কারণ এটি-

  1. তুলনাহীন একটি গ্রন্থ
  2. ii. জ্ঞানবিজ্ঞানের উত্স

iii. প্রয়োজনীয় সব বিষয়ের দিক-নির্দেশক

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৩২। আসমানি কিতাবের বিষয়বস্তু-

  1. উপদেশ ও সুসংবাদ
  2. আল্লাহ তায়ালার সত্ত্বাগত পরিচয়

iii. অবাধ্য কাফিরদের পরিণতির বিবরণ

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii ঘ. ii, iii ঘ. i, ii, iii

৩৩। সর্বশেষ কিতাবে অবিশ্বাস করলে-

  1. ইমানের প্রতিটি মূল বিষয়ে অবিশ্বাস করা হয়
  2. রাসূলল্লাহ (স:) কে অবিশ্বাস করা হয়

iii. আল্লাহকে অবিশ্বাস করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii

৩৪। শিক্ষা-

ক. অন্তরের চক্ষুকে খুলে দেয়

খ. আত্মাকে নাড়া দেয়

গ. চক্ষুকে মুদে দেয়

ঘ. হূদয় আলোড়িত করে

উত্তরমালা: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪. ক

৩৫। আমাদের নৈতিকতার বিকাশ ঘটানো যায়-

ক. নীতিবান মানুষের সান্নিধ্য লাভে

খ. ইমানদারদের সাহচর্য লাভে

গ. আল-কুরআন শিক্ষার মাধ্যমে

ঘ. জ্ঞানচর্চার মাধ্যমে

৩৬। আখিরাতে বিশ্বাসী ব্যক্তির সত্ কাজে উত্সাহিত হওয়ার কারণ –

ক. মৃত্যুবরণ করতে হবে এই ভয়ে

খ. জবাবদিহিতার ভয়

গ. দোযখে যেতে হবে

ঘ. কবরে থাকতে হবে

৩৭। আখিরাতের প্রতি বিশ্বাস মানবসমাজে বৃদ্ধি করে-

ক. একতা খ. ভ্রাতৃত্ব গ. পাপাচার    ঘ. ঐশ্বর্য

৩৮। আখিরাতে বিশ্বাস কীভাবে নীলার জীবনকে উন্নত করবে-

  1. আখিরাতের শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত রেখে
  2. আখিরাতের পুরস্কারের আশায় ভালো কাজের মাধ্যমে

iii. পরজীবনের আমল সম্বন্ধে সতর্ক করে

নিচের কোনটি সঠিক

ক. i   খ. ii     গ. i, ii   ঘ. i, ii, iii

৩৯। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কী বলে?

ক. কবর খ. হাশর গ. বারযাখ ঘ. আখিরাত

৪০। কবরে ফেরেশতারা কয়টি প্রশ্ন করবে?

ক. ৫টি     খ. ৪টি         গ. ৩টি      ঘ. ২টি

উত্তরমালা: ৩৫. গ ৩৬.খ ৩৭. খ ৩৮. গ ৩৯. গ ৪০. গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ