নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজানোর অপরাধে প্রতিবেশীদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নিহত হওয়া ব্যক্তির নাম কামাল বেপারী (৩৫)। সে ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর বিয়ে হয় পাশ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সাথে। রোববার বউকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো পরিবারের লোকজন। এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুষি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর অভিযুক্ত ৩ ভাই এলাকা ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।