তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, বর্তমান তথ্য ও
প্রযুক্তি যুগে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । বাস্তবজীবনে এর ব্যবহার ও প্রয়োগ অনিবার্য হয়ে পড়েছে। তবে এটিও খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই প্রযুক্তির অপব্যবহার না হয়। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো সামনে তোমাদের পরীক্ষা।
১। কোন শতকে ইলেক্ট্রনিক্স এর বিকাশ ঘটে?
(ক) আঠার শতকে (খ) ঊনিশ শতকে (গ) বিশ শতকে (ঘ) একুশ শতকে
২। মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি?
(ক) আইবিএম (খ) ডেল (গ) এপল (ঘ) ইন্টেল
৩। আইসিটিকে হাতের নাগালে নিয়ে এসেছে-
i. ইলেক্ট্রনিক্স এর বিকাশ
ii. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা
iii. কম্পিউটারের গতি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৪। তথ্য ডিজিটাল করলে সিদ্ধান্ত গ্রহণ সময় কম লাগে কত শতাংশ?
(ক) ৫০-৬০ শতাংশ (খ) ৬০-৭০ শতাংশ
(গ) ৭০-৮০ শতাংশ (ঘ) ৮০-৯০ শতাংশ
৫। আনইন্সটল করলে সফটওয়্যারগুলোর কিছু অংশ কোথায় থেকে যায়?
(ক) Registry ফাইলে
(খ) Read me ফাইলে
(গ) Temp ফাইলে
(ঘ) Autorun ফাইলে
৬। নিচের কোনটি ভাইরাস ফাইল?
(ক) CMH (খ) CIH (গ) SIH (ঘ) WIN
৭। নিচের কোনটি কম্পিউটারে রক্ষিত তথ্যের গোপনীয়তা নষ্ট করে?
(ক) মৌলিক পাসওয়ার্ড
(খ) নিয়মিত পাসওয়ার্ড
(গ) শক্তিশালী পাসওয়ার্ড
(ঘ) ছোট পাসওয়ার্ড
৮। Narcissism হলো-
i. সামাজিক সাইটের প্রতি আসক্তি
ii. নিজেকে প্রকাশ করার সুপ্ত ইচ্ছা
iii. নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৯। তালিকায় ধারাবাহিকতা রাখার জন্য ব্যবহূত কোন চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে কী বলে?
(ক) বুলেট ও নম্বর (খ) নম্বর (গ) নাম্বারিং (ঘ) বুলেট
১০। ফন্ট গ্রুপের মধ্যে থাকে-
i. বুলেট নম্বর ii.ফন্ট সাইজ iii.ফন্ট কালার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি দেখো এবং ১১ ও ১২ নং প্রশ্নের জবাব দাও
১১। C2 Cell-এ নিচের কোন সূত্রটি হবে?
(ক) = (B2*40%)
(খ) = (Basic*40%)
(গ) = (E2*40%)
(ঘ) = (B2*10%)
১২। Muntaha-র মোট বেতন কত হবে?
(ক) ৩৪৬৮৮ (খ) ৩২৭৮৮
(গ) ৩৪৭৮৮ (ঘ) ৩৬৭৮৮
১৩। মাল্টিমিডিয়ার মাধ্যমে হতে পারে-
i. ইলেক্ট্রনিক ও প্রিন্ট মাধ্যমে প্রকাশ
ii. ভিডিওরূপে সরাসরি সম্প্রচার
iii. মঞ্চে প্রদর্শিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১৪। কোন সালে সিনেমা আবিষ্কৃত হয়?
(ক) ১৮৮৫ (খ) ১৮৯৫ (গ) ১৯০৫ (ঘ) ১৯২৮
১৫। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরিকৃত ফাইলকে কী বলে?
(ক) প্রেজেন্টেশন (খ) ডকুমেন্ট (গ) ওয়ার্কশিট (ঘ) স্লাইড
১৬। এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
(ক) ৫০৪৮ (খ) ৫১৮৪ (গ) ৫২৪৮ (ঘ) ৫১৪৮
১৭। ইলাস্ট্রেটরে কালার মোড অপশনে কয়টি অপশন পাওয়া যাবে?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
১৮। পিডিএফ এর পূর্ণরূপ কী?
(ক) পোর্টেবল ডকুমেন্ট ফর্মুলা (খ) পোর্টেবল ডকুমেন্ট ফ্যাক্ট
(গ) পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (ঘ) পোর্টেবল ডকুমেন্ট ফাংশন
১৯। ওয়েবিনারো কোন ধরনের কন্টেন্ট?
(ক) টেক্সট (খ) গ্রাফিক্স
(গ) ভিডিও (ঘ) অডিও
২০। চৌকস ই-বুক-এ যুক্ত থাকে-
i. অডিও ii.ভিডিও iii. এ্যানিমেশন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২১। অনুমতি ছাড়া কারো বই বা কন্টেন্ট ডাউনলোড করা কোন আইনের লঙ্ঘন?
(ক) কপিরাইট (খ) মানবাধিকার (গ) শ্রম (ঘ) দুর্নীতি
২২। ডাটাবেজকে কী বলা হয়?
(ক) জ্ঞানকোষ (খ) তথ্যের ভাণ্ডার
(গ) ব্যবস্থাপনা পদ্ধতি (ঘ) তথ্য সমন্বয়কারী
২৩। প্যারাডক্স কোন ধরনের প্রোগ্রাম?
(ক) স্প্রেডশিট (খ) ডাটাবেজ (গ) প্রেজেন্টেশন (ঘ) একাউন্টিং
২৪। ডাটাবেজে গাণিতিক কাজ করা যায়-
i. নম্বর ভিত্তিক ডাটার সাহায্যে
ii. বর্ণভিত্তিক ডাটার সাহায্যে
iii. তারিখ/সময় ভিত্তিক ডাটার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৫। কুয়েরিকে আকর্ষণীয় করতে কিসে রূপান্তর করা হয়?
(ক) ফর্ম (খ) মডিউল
(গ) ম্যাক্রো (ঘ) রিপোর্ট