ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা প্রথমপত্র
মো. কবির হোসেন সুজন
সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। পরীক্ষা খুবই সন্নিকটে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয় ব্যস্ত রয়েছো। দুটি ভাগে সৃজনশীল প্রশ্নপত্র হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্ধতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সব জায়গায় জ্ঞানমূলক প্রশ্ন জড়িত। কারণ সৃজনশীলে দৃশ্যকল্প তৈরিতে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নকে অনুসরণ করা হয়। এর আলোকে উদ্দীপক তৈরি করা হয়। বহুনির্বাচনিতেও এর প্রভাব বেশি। পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অনুধাবনের প্রয়োজন হয়। বাকী অংশ তোমাদের মেধাভিত্তিক সম্পত্তি। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র থেকে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করা হলো। তোমরা মূলবই পড়ে উত্তর বের করে নেবে। আশা করি উপকৃত হবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন হলো সব ঘটনার কেন্দ্রবিন্দু।
অধ্যায়: দশম: জ্ঞানমূলক প্রশ্ন:
অনুধাবনমূলক প্রশ্ন:
ই কমাসের অন্তর্ভূক্ত বিষয় সমূহ কী কী?
অনলাইন নিলাম বলতে কি বোঝায়?
মোবাইল ব্যাংকিং বলতে কি বোঝায়?
ই-বিজনেস বলতে কি বোঝায়?
ই-ব্যাংকিং বলতে কি বোঝায়?
অধ্যায়: বার: জ্ঞানমূলক
১, মূল্যবোধ কী?
২.পরিবেশ সংরক্ষণ কী?
অনুধাবনমূলক প্রশ্ন:
ব্যবসায়ের নৈতিকতা বলতে কি বোঝায়?
ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়?
পরিবেশ সংরক্ষণে বণিক সমিতির ভূমিকা কতটুকু?