• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

২১ ফেব্রুয়ারি কোন জাতির ঐতিহ্যের সঙ্গে জড়িত?

আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষা-২০১৮

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক, বাংলা

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

বায়ান্নর দিনগুলো

শেখ মুজিবুর রহমান

১। শেখ মুজিবের খুব খারাপ লাগার কারণ কী?

ক) শারীরিক অসুস্থতা

খ) মহিউদ্দিনের নামে স্লোগান না হওয়ায়

গ) রাষ্ট্র স্লোগান না দেওয়া

ঘ) জেল কর্তৃপক্ষের আচরণ

২। শেখ মুজিবুর রহমান চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলেন কেন?

ক) ক্ষুধায়

খ) জ্ঞান না থাকায়

গ) শারীরিক দুর্বলতায়

ঘ) বুদ্ধি লোপ পাওয়ায়

৩। ২১ ফেব্রুয়ারি কোন জাতির ঐতিহ্যের সঙ্গে জড়িত?

ক) বাঙালি                                              খ) ভারতীয়

গ) পাকিস্তানি                                          ঘ) ইংরেজ

৪। ২১শে ফেব্রুয়ারিতে শহিদ হওয়ার মধ্যে নিচের কোন নামটি অন্তর্ভুক্ত?

ক) কামাল                                              খ) জালাল

গ) মানিক                                               ঘ) রফিক

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।

কামাল উদ্দিন একজন রাজনৈতিক নেতা। দেশের কল্যাণে তিনি যেকোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকেন। তা-ই তো একবার তার এলাকায় ভূমি অফিসে ব্যাপক দুর্নীতি হলে তিনি তা রোধে আমরণ অনশন ঘোষণা করেন।

৫। উদ্দীপকের কামাল উদ্দিনের সঙ্গে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক) শহীদ সাহেব

খ) খান সাহেব ওসমান আলী

গ) শেখ মুজিবুর রহমান

ঘ) মহিউদ্দীন

৬। এরূপ সাদৃশ্যের যৌক্তিকতা-

ক) স্বীয় ভাবমূর্তি উজ্জ্বল করা

খ) স্বীয় স্বার্থরক্ষা

গ) দলের স্বার্থে কাজ করা

ঘ) দাবি আদায়ে কৌশলী হওয়া

৭। শেখ মুজিবুর রহমানকে নিতে কারা প্রস্তুত হয়ে এসেছিল?

ক) সেনাবাহিনী                                        খ) বিডিআর

গ) ইপিআর                                             ঘ) আর্মড পুলিশ

৮। নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়ত?

ক) ১০টা খ) ১১টা   গ) ১২টা ঘ) ১টা

৯। বঙ্গবন্ধুর অনশনের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

ক) নিঃস্বার্থতা       খ) স্বার্থপরতা

গ) প্রতিবাদ           ঘ) ঘৃণা

১০। ‘বায়ান্নর দিনগুলো’ রচনার সুবেদার চরিত্রে নিচের কোন বৈশিষ্ট্যটি উন্মোচিত হয়েছে?

ক) দৃঢ়তা                                              খ) নিষ্ঠুরতা

গ) মানবতাবোধ                                      ঘ) চাটুকারিতা

১১। মহিউদ্দিন চরিত্রের মাধ্যমে কোন বিষয়টি উপস্থাপন করা হয়েছে?

ক) সহযোদ্ধা                                          খ) সহকর্মী

গ) বন্ধুত্ব                                                 ঘ) মানবতাবোধ

১২। পাকিস্তানিরা কাদের প্রতিনিধিত্ব করে?

ক) নির্যাতিত                                           খ) শোষক

গ) মিত্র                                                                    ঘ) উচ্চবর্ণ

১৩। মহিউদ্দিন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

  1. মুসলিম লীগের সদস্য
  2. বঙ্গবন্ধুর সহকর্মী

iii. বিশ্বাসঘাতক

নিচের কোনটি সঠিক?

ক) i                                                      খ) ii

গ) i ও iii                                               ঘ) ii ও iii

 

১.খ ২.গ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.খ

৯.গ ১০.গ ১১ ঘ ১২.খ ১৩.খ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ