• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

‘খালেদা জিয়া সারাবিশ্বে দুর্নীতিবাজ হিসাবে পরিচিত’

আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাবিশ্বে দুর্নীতিবাজ হিসাবে পরিচিত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা মির্জা ফখরুলের ধৃষ্টতা।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বর্তমান সরকার মামলা দেয়নি, দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি যদি মনে করে বেগম খালেদা জিয়া নির্দোষ তাহলে তাকে আদালতে তথ্য প্রমাণ দিতে হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া গত দশ বছর ধরে মামলা নিয়ে তালবাহানা করেছেন। ১৪৭ বার মামলার তারিখ পরিবর্তন করে সময় নষ্ট করেছেন। এখন আর পার পাওয়া যাচ্ছে না দেখে বিএনপি উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ