বাংলা প্রথমপত্র
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
গতকালের পর
১৬। জীবনে সার্থকতা লাভের জন্য কী দরকার?
ক) লেখাপড়া খ) সাধনা
গ) পরোপকার ঘ) দান
১৭। ‘সাম্য’ অর্থ কী?
i. সমদর্শিতা ii. সমতা
iii. সাদৃশ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮।কর্মজীবনে জীবনানন্দ দাশ কী করতেন?
ক) সংবাদকর্মী খ) গীতিকার
গ) অধ্যাপনা ঘ) ব্যবসায়
১৯। আঠারো বছর বয়স কাঁদতে জানে না কেন?
ক) বন্ধনহীন বলে খ) দুঃসাহসী বলে
গ) স্বেচ্ছাচারী বলে ঘ) সাহসী বলে
২০। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার আড়ালে প্রকাশ পায়-
i. ভাষা শহিদদের মহান আত্মত্যাগ, অবদান
ii. দেশপ্রেম
iii. মুক্তিযুদ্ধ ৭১
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। কবি আল মাহমুদের প্রকৃত নাম কী?
ক) মির মুহাম্মদ আল মাহমুদ
খ) সুলতান মির আল মাহমুদ
গ) মোহাম্মদ আল মাহমুদ
ঘ) মির আবদুস শুকুর আল মাহমুদ
২২। বাংলার ঐতিহ্য অনুষঙ্গ ফুটে উঠেছে কোন চরণে?
ক) রূপে তার যেন এত ভয়
খ) বনচারী বাতাসের তালে দোলে পানলতা
গ) আমার এ চেতনার মণি
ঘ) কবিতার আসন্ন বিজয়
২৩।সিরাজের পতন কে না চায়-সংলাপটি কার?
ক) রায়দুর্লভ খ) মিরজাফর
গ) উমিচাঁদ ঘ) ঘসেটি বেগম
২৪। নাটকের শুরুতেই কীসের আভাস দেয়া থাকে?
ক) দ্বন্দ্বের খ) ঘটনার
গ) পরিণতির ঘ) দুঃখের
২৫। মিরজাফরের দৃষ্টিতে রাইসুল জুহালা-
i. খুব চালাক
ii. ধূর্ত iii. বাচাল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬। মজিদের সমৃদ্ধি যশ, মান ও সচ্ছলতার নিয়ামক কী?
ক) মসজিদ খ) কবর
গ) দোয়া-কালাম ঘ) খালেক বেপারী
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
অতি শৈশবে সেজুতির বিয়ে হয়েছিল জনৈক বৃদ্ধের সাথে। বৃদ্ধের মৃত্যুর পর সেজুতি এখন বাবার বাড়িতে পিসির সাথে থাকে।
২৭। উদ্দীপকের সেজুতি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) রহিমা খ) হাসুনির মা
গ) জমিলা ঘ) আমেনা
২৮। উদ্দীপকের সাথে মিল হলো-
i. স্বামী মারা যাওয়া
ii. বাপের বাড়িতে অবস্থান
iii. স্বেচ্ছাচারী জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। খোদা শিলা ছোড়ে কী কারণে?
ক) মন্দ মানুষ তাড়াতে খ) রোগ বালাই তাড়াতে
গ) শয়তান তাড়াতে ঘ) জিন পরী তাড়াতে
৩০। সিরাজউদ্দৌলার প্রধান বাধা কী ছিল?
ক) প্রাসাদ ষড়যন্ত্র খ) পরিবারপ্রীতি
গ) ইংরেজদের ষড়যন্ত্র
ঘ) ফরাসিদের ষড়যন্ত্র