সিরিজের প্রথম দুটি ম্যাচে জয়ের পর তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। তবে শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে উইকেটকিপার হেইনরিখ ক্লাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন রোহিত শর্মা (০)। ওপেনার শিখর ধাওয়ান ৩২ ও বিরাট কোহলি ৩২ রান নিয়ে ব্যাট করছেন।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দল এই ম্যাচ জিততে পারলে ৬ ম্যাচের সিরিজ জয়ের দিকে অনেকটাই এগিয়ে যাবে। অন্তত সিরিজে না হারা নিশ্চিত করে ফেলবে বিরাটের দল। সেই লক্ষ্যেই মাঠে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা এই সিরিজের বাকি ম্যাচগুলিতে চোটের জন্য অধিনায়ক ফাফ দু প্লেসি ও উইকেটকিপার কুইন্টন ডি কককে পাবে না। ফলে তারা বেশ চাপে। ভারতীয় দল এর সুযোগ নিতে চায়।
ভারতীয় দল- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা দল- হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসান, জিঁ পল ডুমিনি, ডেভিড মিলার, খায়া জন্ডো, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, লিঙ্গিসানি এনগিডি ও ইমরান তাহির।