• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

উইকেটে সমস্যা দেখে না বাংলাদেশ

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সম্প্রতি বারবারই প্রশ্ন উঠছে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর প্রশ্ন উঠেছে, এমন স্পিন সহায়ক উইকেটে তাদের বিপক্ষে আমাদের খেলা উচিত কি না। অনেকে এই উইকেটকেই আড়াই দিনে পরাজয়ের দায় দিচ্ছেন। গতকাল জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, তিনি মোটেও মনে করেন না যে, উইকেটের কারণে এই ফল হয়েছে, ‘আমি সেটা কখনোই মনে করি না। আমরা পারি নাই। ৬ উইকেটে ১১০-এর পর যদি শ্রীলঙ্কাকে ১৪০ রানে অলআউট করতে পারতাম ৭০-৮০  রান কম হতো। দিলরুয়ান, আকিলা, লাকমাল  বা আমাদের মিরাজের ব্যাটিং দেখেন; ওরা তো  বোলার। আমাদের ব্যাটসম্যানদের কথা যদি বলি আমরা আমাদের কাজটা করতে  পারিনি।  আমরা ভালো খেলি নাই। আমাদের মধ্যে  জুজু, উইকেট নিয়ে ভয়  বা নেতিবাচক  চিন্তা যেটাই হোক আমাদের মধ্যে কাজ করেছে। উইকেট একটা অজুহাত মাত্র। বোলিং-ব্যাটিং আমরা ভালো করতে পারিনি।’

উইকেট নিয়ে এতো কথাবার্তারই কোনো যুক্তি দেখেন না সুজন, ‘ওয়ানডেতেও উইকেট নিয়ে  কথা উঠেছে। ২২০ রান করতে মনে হয় না উইকেট লাগে। আমরা পারিনি। টেস্টে অনেকে বলছে ঘূর্ণি উইকেটে খেলেছি কেন? ভুলে গেছি আমরা (এই উইকেটে) বিশ্বমানের স্পিনার লায়নের বিপক্ষে খেলেছি। প্রথম ইনিংসে দেখেন শুরুতে লাকমল উইকেট তুলে নিয়েছে, কোনো স্পিনার নেয়নি।’

উইকেট বিষয়টাকে কোনোভাবেই অজুহাত দিতে চান না সুজন। তবে এটা স্বীকার করছেন যে, খেলোয়াড়দের ওপর উইকেট বিষয়ক আলোচনার প্রভাব পড়তে পারে। একটু উত্তেজিত হয়েই তিনি বললেন, ‘আসল ব্যাপার কি একজন বললে এটা ছোঁয়াচের মত হয়। দশজন বললেও হয়, উইকেট এভাবে বানানো উচিত হয় নাই। উইকেট যে এমন হবে এটা ১৫-২০ দিন আগে থেকে সবাই জানে। এই ইনফরমেশন ছিল সবার কাছে যে আমরা এই উইকেটে যাচ্ছি। অস্ট্রেলিয়ার সাথে টার্নিং উইকেটে খেলা যাবে। তাহলে শ্রীলঙ্কা কি এমন দল? এমন কি আছে শ্রীলঙ্কার সাথে আমরা খেলতে পারবো না? ব্যাটিং লাইনআপ যদি দ্যাখেন, কুশল মেন্ডিস, ধনঞ্জয়, এরা কে কয়টা টেস্ট ম্যাচ খেলেছে? আমাদের স্ট্রেংথ তাদের স্ট্রেংথ। আমাদের স্পিনার নেই। বলতে পারেন আমাদের সাকিব নেই। আমাদের রাজ্জাক ৫০০ উইকেট পাওয়া ফার্স্ট ক্লাস বোলার। কিভাবে বলবো অভিজ্ঞতা নেই? তাইজুলকে যদি দ্যাখেন। আকিলা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলে ৫ উইকেট নিলো। তাইজুলতো আরও বেশি খেলতেছে। মিরাজ ইংল্যান্ডের সাথে ১৯ উইকেট নিয়েছে। আমরা কিভাবে বলবো আমাদের  অভিজ্ঞতা নেই? আমার কথা হলো আমরা কেউ এই জিনিসগুলো চিন্তা করি না।’

এমনকি মিরপুরের কিউরেটর গামিনি সিলভাকে নিয়ে যেসব কথা হচ্ছে, তাও অনুচিত বলে মনে করেন সুজন, ‘গামিনিকে নিয়ে অনেক কথা হয়। গামিনির কি ব্যাপার? ও তো চাকরি করে। ওকে বলা হয়েছে বোর্ড থেকে, ও সেভাবেই উইকেট বানিয়েছে। ওর দোষ কি? উনি কি একবছর বাংলাদেশের জন্য ভালো কাজ করে নাই। চান্দিকা যেভাবে উইকেট চেয়েছে সেভাবে বানিয়ে দেয় নাই? এই উইকেট আমরা চাইছি। গামিনি ইচ্ছে করে বানিয়ে দেয় নাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ