• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আপডেটঃ : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

মিহির রঞ্জন তালুকদার

 

প্রভাষক

 

বালাগঞ্জ ডিগ্রি কলেজ,সিলেট

 

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চয়ই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিধায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হতে পারে। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

 

১. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?

 

ক. জর্জ বুল                     খ. নিউটন

 

গ. প্যাসকেল               ঘ. বিল গেটস

 

২. বর্তমানে ইউনিকোডের মোট অদ্বিতীয় চিহ্ন সংখ্যা কত?

 

ক. ৬৫৫৩৬                    খ.৫৬৬৩৬

 

গ. ৫৬৫৩৬                    ঘ. ৬৬৫৩৬

 

৩. নিচের কোনটি ১০২ + ১০৮ + ১০১০ + ১০১৬ এর ডেসিমেল মান নির্দেশক?

 

ক. ১০১০                       খ.৩৬১৬

 

গ.৩৬১০                         ঘ.৪৬০১০

 

৪. নিচের কোনটি n বিটের একটি সংখ্যা যার প্রতিটি বিটের মান 1 হলে তাকে কী দ্বারা নির্দেশিত হবে?

 

ক. 2n             খ.2n – 1

 

গ. 2n – 1        ঘ.2n + 1

 

৫. নিচের কোনটি A অক্ষরটির কোড ওয়ার্ড?

 

ক. ‘০১০০০০০১’   খ.‘০১০১০১০’

 

গ.‘০০১০০০০০’    ঘ.‘০১০১০০০১’

 

৬. NAND গেট এ Output 1 হয় যখন-

 

i. একটি ইনপুট শূন্য হয়        ii.সবগুলো ইনপুট 0 হয়

 

iii.সবগুলো ইনপুট 1 হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. iii         খ.i ও ii

 

গ.ii ও iii    ঘ.i, ii ও iii

 

৭. বুলিয়ান উপপাদ্য অনুযায়ী (A + AB) = ?

 

ক.   AB   খ.B    গ.A     ঘ.A + B

 

৮. For লুপ এর গুরুত্বপূর্ণ অংশ-

 

i. Counter Initializatin          ii.Condition

 

iii.Counter Update

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i খ.i ও iii গ.i ও iii ঘ.i, ii ও iii ৯.1, 8, F ধারাটির পরবর্তী মান কত?

 

ক.   A     খ. B  গ. 16    ঘ. 22

 

১০. (১০০)২ এবং (AA) ১৬ এর যোগফল কত?

 

ক.১ AAখ.১ B গ.A F    ঘ. AE

 

১১.বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহূত হয়?

 

ক.   BCD                     খ.ASCII

 

গ.   EBCDIC             ঘ.Uni

 

১২. Full Adder কয়টি বাইনারি সংখ্যার যোগ করে?

 

ক.   ২    খ. ৩     গ. ৪            ঘ.৬

 

১৩. সংখ্যা পদ্ধতির বিচারে ১০ হলো—

 

i.    বাইনারি                   ii.   অক্টাল

 

iii.  হেক্সাডেসিমেল

 

নিচের কোনটি সঠিক?

 

ক.   i ও ii                       খ.i ও iii

 

গ.   ii ও iii                    ঘ.i, ii ও iii

 

১৪.সকল মাইক্রোকম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়—

 

i. ASCII দ্বারা

 

ii.   EBCDIC দ্বারা

 

iii.  Unicode দ্বারা

 

নিচের কোনটি সঠিক?

 

ক.   i ও ii                      খ.i ও iii

 

গ.   ii ও iii                    ঘ.i, ii ও iii

 

১৫. এনকোডারের ইনপুট হচ্ছে—

 

i.    অক্টাল সংখ্যা    ii.দশমিক সংখ্যা

 

iii.  হেক্সাডেসিমেল সংখ্যা

 

নিচের কোনটি সঠিক?

 

ক.   i ও ii      খ.i ও iii

 

গ.   ii ও iii   ঘ.i, ii ও iii

 

১৬. Nor গেইটের প্রতীক কোনটি?

 

১৭. AB কোন ধরনের সংখ্যা?

 

ক.   বাইনারি     খ.দশমিক

 

গ.   অক্ট্যাল      ঘ.হেক্সাডেসিমেল

 

১৮.(১৪)১০ এর হেক্সাডেসিমেল মান কত?

 

ক.   A     খ. I+    গ. E          ঘ.B ১৯. Full Adder কয়টি বাইনারি সংখ্যার যোগ করে?

 

ক.   ২     খ. ৩       গ.      ৪    ঘ.৬

 

২০. মৌলিক গেইটগুলো হলো-

 

i.    AND Gate

 

ii.   OR Gate

 

iii.  NOT Gate

 

NAND গেইট তৈরির জন্য কোন কোন মৌলিক গেইট প্রয়োজন?

 

ক. i ও ii                        খ.i ও iii

 

গ.   i ও iii                     ঘ.i, ii ও iii

 

১-ক, ২- ক, ৩- গ, ৪- গ, ৫- ক, ৬-ক, ৭-গ, ৮-ঘ, ৯-গ, ১০-ঘ, ১১-ঘ, ১২-খ, ১৩-ঘ, ১৪-ঘ, ১৫-ঘ, ১৬-ঘ, ১৭-ঘ, ১৮-গ, ১৯-খ, ২০-ঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ