শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি।
তামিমের প্রত্যাবর্তনসহ বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন এসেছে। একাদশ থেকে ছিটকে পড়েছেন সাব্বির রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও জাকির হাসান। তামিম ছাড়াও ফিরেছেন মোহাম্মদ মিঠুন।
এছাড়া ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে মেহেদি হাসান ও আবু জায়েদের। এই দুজনই আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ভার্সনে প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছেন। ২৩ বছর বয়সী মেহেদি মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান। তবে ডানহাতি অফস্পিনার হিসেবে বোলিংও করে থাকেন তিনি। অপরদিকে আবু জায়েদ হলেন মিডিয়াম পেসার।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ।