• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

মিজানুর রহমান

 

সহকারী শিক্ষক

 

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদালয়

 

ইসলাম ও নৈতিক শিক্ষা

 

 

পূর্ব প্রকাশের পর

 

 

৪৮। যাদের ওপর জাকাত ফরয অথচ তারা তা আদায় করে না ও  দিতে অস্বীকার করে তারা-

 

ক. ইহুদি হয়ে যাবে

 

খ. হিন্দু  হয়ে যাবে

 

গ. মুমিন বান্দায় পরিণত হবেন

 

ঘ. ইসলাম থেকে খারিজ হয়ে যাবে

 

৪৯।  ইসলামের কোন দুটি রুকন অস্বীকার করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়?

 

ক. সালাত ও জাকাত খ. সালাত ও হজ

 

গ. হজ ও সাওম ঘ. সাওম ও যাকাত

 

৫০। কাদের অবশ্যই জাকাত দিতে হবে?

 

ক. নিসাবের মালিকগণ খ. মুসলিম লোকেরা  গ. ইমানদারগণ                ঘ. দানশীলরা

 

৫১। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির নিকট কমপক্ষে কত সময় স্থায়ী থাকলে জাকাত দিতে হবে?

 

ক. ছয় মাস                     খ.দুই বছর

 

গ. দুই মাস    ঘ.এক বছর

 

৫২। নিচের কার ওপর জাকাত ফরয নয়?

 

ক. জ্ঞানবান                                খ. মুসলিম

 

গ. পাগল                    ঘ. নও মুসলিম

 

৫৩। হজ কোন ধরণের অনুষ্ঠান?

 

ক. মুসলমানদের বিশ্ব সম্মেলন                   খ. হিন্দুদের বিশ্ব সম্মেলন

 

গ. খ্রিষ্টানদের বিশ্ব সম্মেলন                       ঘ. ইহুদিদের বিশ্ব সম্মেলন

 

উত্তরঃ ৪৮. ঘ ৪৯. ক ৫০. ক ৫১.ঘ ৫২. গ ৫৩.ক

 

৫৪। যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে কী বলা হয়?

 

ক. জাকাতের নিসাব     খ. জাকাতের মাসারিফ

 

গ. উশর     ঘ. সাদাকাত

 

৫৫। ইসলাম হলো-

 

ক. ধর্মীয় জীবন বিধান

 

খ. আংশিক জীবন বিধান

 

গ. মৌলিক জীবন বিধান

 

ঘ. পরিপূর্ণ জীবন বিধান

 

৫৬। আল্ল­াহ তাআলার ইবাদতের জন্য পৃথিবীতে কাদেরকে সৃষ্টি করা হয়েছে?

 

ক. মানবজাতি             খ. জিন জাতি              গ. মানুষ ও জিন জাতি   ঘ. ফেরেশতাদের

 

৫৭। আল্ল­াহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?

 

ক. আমোদ-ফুর্তি করার জন্য

 

খ. ইবাদত করার জন্য

 

গ. ধনসম্পদ ভোগ করার জন্য

 

ঘ. সবগুলো সঠিক

 

৫৮। জাকাত প্রদানের মাধ্যমে কী ঘটে?

 

ক. সম্পদ ব্যক্তি বিশেষের নিকট পুঞ্জীভূত থাকে

 

খ. সম্পদ ব্যক্তি বিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না

 

গ. সম্পদ দরিদ্র ব্যক্তিদের নিকট পুঞ্জীভূত থাকে

 

ঘ. সম্পদ ধনী ব্যক্তিদের নিকট পুঞ্জীভূত থাকে

 

৫৯। কার আহবানে কাবা শরিফ তাওহিদ পন্থিদের পূণ্যভূমিতে পরিণত হয়েছিল?

 

ক. হযরত ইসমাইল (আ)

 

খ. হযরত ইবরাহিম (আ)

 

গ.হযরত মূসা (আ)

 

ঘ. হযরত দাউদ (আ)

 

উত্তর: ৫৪. খ ৫৫. ঘ ৫৬.গ ৫৭.খ ৫৮.খ ৫৯. গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ