• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?

আপডেটঃ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলা প্রথমপত্র

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

১। কোন সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো?

ক) এশীয়                                               খ) ইউরোপীয়

গ) আফ্রিকান                                           ঘ) আমেরিকার

২।গল্পকথকের সাতাশ বছরের জীবনটা বড় নয়-

  1. দৈর্ঘ্যের হিসেবে ii. গুণের হিসেবে

iii. তাত্পর্যের হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৩।‘পখাল’ বলতে কী বোঝায়?

ক) হাতপাখা                                            খ) পান্তা ভাত

গ) পাখির ডানা                                        ঘ) এক ধরনের খাদ্য

৪। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস?

ক) পথের পাঁচালী                                     খ) দেবযান

গ) আরণ্যক                                             ঘ) ইছামতি

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

নূর হোসেন নামের যুবকটি মিছিলে গিয়েছিল। স্বৈরাচারী শাসকের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে মিছিলে অংশ নিয়ে মারা যাবে জেনেও আগামীর প্রত্যাশায় সে এগিয়ে যায়।

৫। উদ্দীপকের নূর হোসেন ‘আমার পণ’ প্রবন্ধের কিসের প্রতিনিধিত্ব করে?

ক) মিথ্যার                                              খ) আমিত্বের

গ) সত্যের                                               ঘ) অন্ধত্বের

৬। উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের শিক্ষণীয় বিষয় হলো-

  1. সত্যের জয়গান করা
  2. দৃঢ় মনোবলে এগিয়ে যাওয়া

iii. প্রতিবাদী মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৭। সুখ-দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাকে লেখক কী বলেছেন?

ক) আত্মা খ) মন   গ) দেহ                          ঘ) মস্তিস্ক

৮।‘……. রাখো রাখো। খবর আছে শুনে যাও’-উক্তিটি কার?

ক) বৃদ্ধ লোক                                          খ) জগু

গ) কানাই                                               ঘ) কৈলাশ

৯। উনিশ শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে যে কারণে-

  1. পুঁজিবাদের সমৃদ্ধির ফলে
  2. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে

iii. অজানা কৌতূহল বেড়ে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

১০।‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় স্বজনের প্রতি বৈরী আচরণের কোন বিষয়টি যুক্তি হিসেবে দাঁড় করেছেন বিভীষণ?

ক) স্বার্থরক্ষা                                            খ) ধর্মরক্ষা

গ) বংশরক্ষা                                            ঘ) কুলরক্ষা

১১।‘চিলেকোঠার সেপাই’ গ্রন্থটির লেখক কে?

ক) আনিসুজ্জামান

খ) আখতারুজ্জামান ইলিয়াস

গ) মানিক বন্দ্যোপাধ্যায়                            ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

১২। ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে মানুষকে শ্রেষ্ঠ প্রাণীর স্বীকৃতি না দেওয়ার কারণ-

  1. অলসতা ii. নির্বুদ্ধিতা

iii. বিবেকবোধহীনতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

১৩।‘নাহি শিশু লঙ্কাপুরে, শুনে না হাসিবে এ কথা’- কোন কথা?

ক) বিভীষণের কপটতার কথা

খ) লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশের কথা

গ) বিভীষণের লক্ষ্মণকে সহায়তা করার কথা

ঘ) নিরস্ত্র মেঘনাদের কাছে লক্ষ্মণের যুদ্ধ প্রার্থনা

১৪।‘ঐকতান’ কবিতটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

ক) মানসী                                               খ) বলাকা

গ) শ্যামলী                                              ঘ) জন্মদিন

১৫। কবি সাম্যের গান গেয়েছেন কেন?

ক) স্বাধীনতা লাভের জন্য

খ) শান্তি প্রতিষ্ঠার জন্য

গ) সামপ্রদায়িক দাঙ্গা রোধ করতে

ঘ) মানুষে মানুষে ভেদ দূর করতে ।              ১৬. ‘ফসলের মাঠকে’ কী বলে উপমিত করা হয়েছে?

ক) সোনালি মাঠ                                      খ) হলুদ শাড়ি

গ) হলুদ গালিচা                                        ঘ) সবুজ সমারোহ

১.খ২.ক৩খ৪.ক৫.গ৬.ঘ৭.ক

৮.ঘ৯.ক১০.খ১১খ১২.গ১৩.

গ১৪.ঘ১৫ঘ১৬খ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ