লা লিগায় লেগানেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েই দল নামিয়েছিলেন জিনেদিন জিদান। রিয়াল জিতেছিল ৩-১। শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে গোল করেই প্রথম একাদশে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন সি আর সেভেন। তিনি করলেন জোড়া গোল। রিয়াল জিতল ৪-০ ব্যবধানে।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে করিম বেনজেমার পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। দ্বিতীয়ার্ধে অবশ্য নায়ক গ্যারেথ বেল। বিরতির পর ম্যাচ শুরু হওয়ার এক মিনিটের মধ্যে তিনিও গোল করেন বেনজেমার পাস থেকে। ৬১ মিনিটে রোনালদো করেন ব্যক্তিগত দ্বিতীয় গোল। আর ম্যাচের এক মিনিট বাকি থাকতে করিম বেনজেমা গোল করে দেপার্তিভোর কফিনে শেষ পেরেক ঠুকেন।