দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেট রবি অজিয়াটার ব্যাংক হিসাব জব্দের জন্য ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। ভ্যাট (মূল্য সংযোজন কর), সম্পূরক শুল্কসহ অন্যান্য কর ফাঁকির অর্থ পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট। এর ফলে এই প্রথমবারের মত কোন মোবাইল ফোন কোম্পানির ব্যাংক হিসাব জব্দ হলো। বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মতিউর রহমান স্বাক্ষরিত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ওই চিঠি পাঠানো হয়।
১৮ কোটি ৭২ লাখ টাকা ভ্যাট ফাঁকির অর্থ পরিশোধ না করায় আগামী তিন দিনের জন্য প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব অপরিচালনযোগ্য (জব্দ) করে রাখার অনুরোধ জানানো হয়। অবশ্য ব্যাংক হিসাব জব্দের এ উদ্যোগ বেআইনি বলে মনে করছে রবি।