• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বাংলাদেশের ঐতিহাসিক

স্থান ও নিদর্শন

 

১৬.অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নাম কী?

উত্তর : অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নাম ময়নামতি।

১৭.ময়নামতি কোথায় অবস্থিত?

উত্তর : বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত।

১৮.ময়নামতি ঐতিহাসিক স্থানটিতে কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল?

উত্তর : ময়নামতি ঐতিহাসিক স্থানটিতে বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল।

১৯.কোথায় বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপের অঙ্কিত পোড়ামাটির ফলক পাওয়া গেছে?

উত্তর : ময়নামতিতে বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপের অঙ্কিত পোড়ামাটির ফলক পাওয়া গেছে।

২০.ময়নামতিতে কী প্রতিষ্ঠা করা হয়েছে?

উত্তর : ময়নামতিতে একটি যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

২১.সোনারগাঁও ও লালবাগ কেল্লা কত শতকের ইতিহাসের নিদর্শন?

উত্তর : সোনারগাঁও ও লালবাগ কেল্লা সতের শতকের ইতিহাসের নিদর্শন।

২২.সোনারগাঁও কোথায় অবস্থিত?

উত্তর : সোনারগাঁও ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়নগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত।

২৩. সোনারগাঁও কখন বাংলার রাজধানী ছিল?

উত্তর : সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।

২৪. কোথায় গিয়াস উদ্দিন আযম শাহের মাজার রয়েছে?

উত্তর : সোনারগাঁও -এ গিয়াস উদ্দিন আযম শাহের মাজার রয়েছে।

২৫.মুসা খাঁ কত সালে যুদ্ধে পরাজিত হন?

উত্তর : মুসা খাঁ ১৬১০ সালে যুদ্ধে পরাজিত হন।

২৬.মুসা খাঁ কে ছিলেন?

উত্তর : মুসা খাঁ ছিলেন ঈসা খাঁর পুত্র।

২৭.কত শতকে পানাম নগরী গড়ে ওঠে?

উত্তর : উত্তর: উত্তর:উনিশ শতকে পানাম নগরী গড়ে ওঠে।

২৮. কোন বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে?

উত্তর : সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে।

২৯. লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : লোকশিল্প যাদুঘর উত্তর: উত্তর:নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত।

৩০.লোকশিল্প যাদুঘর কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৫ সালে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করেন।

৩১.কত খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়?

উত্তর : ১৬২৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়।

৩২.শাহাজাদা মুহাম্মদ আজম শাহ্ -এর পিতার নাম কী?

উত্তর : শাহাজাদা মুহাম্মদ আজম শাহ্ -এর পিতার নাম আওরঙ্গজেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ