• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

‘মৃত পুঁথি-কঙ্কাল’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলা প্রথমপত্র

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

গতকালের পর

 

১৪। ‘ঐকতান’ কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়?

ক) সবুজপত্রে    খ) জিজ্ঞাসায়

গ) প্রবাসীতে    ঘ) বঙ্গদর্শনে

১৫। ‘মৃত পুঁথি-কঙ্কাল’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) পুরনো বই-পুস্তক                                 খ) মানুষের কঙ্কাল

গ) অতীত ইতিহাস                                    ঘ) পুরনো ধ্যান-ধারণা

১৬। ‘সবচেয়ে সুন্দর, করুণ।’-এখানে ‘করুণ’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক) বেদনাময়     খ) বিষণ্ন

গ) স্নেহময়        ঘ) প্রেমময়

১৭। ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’-চরণটিতে ‘স্নিগ্ধ আঁখি’ বলতে বোঝায়-

ক) মায়াবী দৃষ্টি    খ) কোমল নেত্র

গ) অশ্রুসজল নয়ন    ঘ) উত্সুক চাহনি

১৮। ‘নক্ষত্রখচিত আকাশ’-প্রতীকাশ্রয়ী শব্দটিতে গূঢ়ার্থ কী?

ক) তারকাশোভিত আকাশ

খ) জোত্স্না রাত

গ) উন্নত সভ্যতা                                       ঘ) চাঁদহীন রাত

১৯। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’- কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?

ক) ইতিবাচক   খ) দুঃসাহস

গ) বয়স         ঘ) তারুণ্য

২০। কবি শামসুর রাহমান পেশায় ছিলেন-

ক) শিক্ষক       খ) সাংবাদিক

গ) আইনজীবী  ঘ) রাজনীতিবিদ

২১। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটিতে ‘অতিক্রান্ত পাহাড়’ অনুষঙ্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক) সংগ্রামের প্রতীক

খ) বাধা-বিপত্তির প্রতীক

গ) বিদ্রোহের প্রতীক                                  ঘ) বিপদের প্রতীক

২২। অতীত হঠাত্ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজায়-এ চরণে ফুটে উঠেছে-

  1. অতীতের অভাবii. স্মৃতিতাড়িত হওয়া

iii. প্রেরণামূখর হওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২৩। ‘লোক-লোকান্তর’ কবিতার ষটকে কী বর্ণিত হয়েছে?

ক) প্রকৃতিচেতনা    খ) মৃত্যুচেতনা

গ) কল্পনাপ্রবণতা    ঘ) বিরহকাতরতা

২৪। ‘কত বিচিত্র জীবনের রং’ বলতে বোঝানো হয়েছে জীবন-

ক) বহুমাত্রিক    খ) ভিন্নধর্মী

গ) সংগ্রামশীল   ঘ) সম্পদশীল

২৫। মজিদের ডাকের স্বরে সর্বদা কোন বিষয়টি বিদ্যমান?

ক) মধু       খ) হিংসা

গ) করুণা    ঘ) প্রভুত্ব

২৬। কার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল?

ক) আমেনার      খ) হাসুনির মায়ের

গ) ঢেঙা বুড়োর   ঘ) খ্যাংটা বুড়ির

২৭। আওয়ালপুরে আগত পীর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান-

  1. অন্ধবিশ্বাসii. অলৌকিকতায় বিশ্বাস

iii. তীব্র বিরোধিতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii                              গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২৮। টুলের উপর দাঁড়িয়ে দুরবিন দিয়ে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখার চেষ্টা করেন কে?

ক) রবার্ট ক্লাইভ     খ) মিরজাফর

গ) নবাব নিজেই     ঘ) মোহনলাল

২৯। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কয়টি দৃশ্য আছে?

ক) ৮টি                                                          খ) ১০টি

গ) ১২টি       ঘ) ১৪টি

৩০। নবাব যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যান কেন?

  1. প্রাণের ভয়ে
  2. ব্যক্তিত্ব বজায় রাখতে

iii. নতুন কৌশল খুঁজতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ