• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:

ভিয়েতনামের বিনিয়োগ উপমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই নেতাদের সাক্ষাৎ

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সোমবার ভিয়েতনামের পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী গুয়েন ভ্যান ট্রাংয়ের সাথে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
এ সময় তারা ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াংয়ের আসন্ন বাংলাদেশ সফর কেন্দ্র করে আগামী ৬ মার্চ এফবিসিসিআই এবং ভিয়েতনামের পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ‘ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম’র প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন।
আজ মঙ্গলবার এফবিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিয়েতনামের রাষ্ট্রপতির আসন্ন বাংলাদেশ সফরে সে দেশের ৫০ জন শিল্প উদ্যোক্তা তার সাথে থাকবেন। এ সফরের মাধ্যমে দু’দেশের সরকারি পর্যায়ে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে। ভিয়েতনামের রাষ্ট্রপতি উপস্থিত থেকে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ