• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

নেইমার কি এবারের বিশ্বকাপ খেলতে পারবেন?

আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এর ফরোয়ার্ড নেইমার কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছেন তার বাবা। আগামী সপ্তাহে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লিগেও মাঠে নামা হবে না নেইমারের।
রবিবার লিগ ওয়ানে মার্শেই এর বিপক্ষে একটি ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার, চিকিৎসকদের প্রতিবেদন বলছে নেইমারের পায়ের আঙুল আর গোড়ালির মাঝের হাড়ে চিড় ধরা পড়েছে। পিএসজির কোচ উনাই এমেরি অবশ্য বলছেন, নেইমারের সার্জারির প্রয়োজন হবে না। এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষেও মাঠে নামার ক্ষীণ সম্ভাবনা রয়েছে তাঁর।
কিন্তু নেইমারের বাবা বলছেন, পিএসজি এখন নেইমারকে নিয়ে ভাবতেও পারবে না। ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অপারেশন হোক বা না হোক, নেইমারের সেড়ে উঠতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ।’ গেল বছরের আগস্ট মাসে ২০০ মিলিয়ন পাউন্ডে বিশ্ব রেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে নেইমার প্যারিসে পাড়ি জমান। ৩০ ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
পুরো ৮ সপ্তাহ যদি প্রয়োজন হয় তবে নেইমার বিশ্বকাপের আগে যথেষ্ট সময় পাবেন না মাঠে। সেক্ষেত্রে ব্রাজিল জাতীয় দলও ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের আগে নেইমার চোট পান। যার ফলে জার্মানির বিপক্ষে সেমিফাইনাল খেলতে পারেননি তিনি। সেই ম্যাচটিতে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে যায় স্বাগতিক ব্রাজিল।-বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ