মিশরের রাজধানী কায়রোতে একজন নারীকে বাস চালাতে দেখা যাচ্ছে। তিনি ওম আবদুল্লাহ, শহরটির প্রথম নারী মিনিবাস ড্রাইভার। বোরকা এবং পুরো মুখ ঢাকা নিকাব পরেই মিনিবাস চালান তিনি। তার মিনিবাসটি শুধু মাত্র নারী যাত্রীদের জন্য।
জানা গেছে, গত বছর তার স্বামী মারা যাবার পর আবদুল্লাহ ড্রাইভারের কাজ শুরু করেন। কিছু অর্থ আয় করাই ছিল তার উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমি দেখলাম আমার চলতে হলে তো কিছু করতে হবে। ছেলেমেয়েদের বড় করতে হবে। তখন আমি গাড়ি চালানোর কথা ভাবলাম। গাড়ি চালানো একটা ভালো কাজ। আমি কাজটা পছন্দও করি।’
তবে এর আগে কোনদিন মিনিবাস চালান নি তিনি। ওম আবদুল্লাহকে কাজ দেবার ব্যাপারে কিছু পুরুষ ড্রাইভার আপত্তি তুলেছিলেন। কেউ কেউ বলেছিলেন, ‘এখন নারীরা কাজ করছে, আমাদের তো তাহলে বাড়িতে বসে থাকতে হবে।’ তবে ধীরে ধীরে অবস্থাটা পাল্টাতে লাগলো। ওম আবদুল্লাহ জানান, ‘এখন পুরুষ ড্রাইভাররা আমাকে তাদের সহকর্মী হিসেবেই দেখে এবং তারা খুশি।’ বিবিসি।