• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেটঃ : শনিবার, ১০ মার্চ, ২০১৮

ভূগোল

 

দিলীপ কুমার রায়,সহকারী শিক্ষক

 

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়

 

লালমনিরহাট

 

 

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

 

 

১। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম কি?

 

(ক) বুধ  (খ) শনি (গ) শুক্র   (ঘ) ইউরেনাস

 

২। নিজস্ব আলো ও তাপ শক্তি নেই

 

i. গ্রহের ii.উপগ্রহের  iii. নক্ষত্রের

 

নিচের কোনটি সঠিক

 

(ক)  i        (খ)  i ও  ii

 

(গ) ii  ও  iii               (ঘ) i ও    iii

 

৩। পৃথিবী সূর্যের তুলনায় কত গুণ বড় ?

 

(ক) ৯ লক্ষ                 (খ) ১১ লক্ষ

 

(গ) ১৩ লক্ষ                (ঘ) ১৫ লক্ষ

 

৪। ওবেরন কার উপগ্রহ ?

 

(ক) বৃহস্পতি               (খ) শনি

 

(গ) ইউরেনাস             (ঘ) নেপচুন

 

৫। ১৯৬১ সালে কোন কোন মহাকাশচারী পৃথিবীকে প্রদক্ষিণ করেন ?

 

(ক) রিচার্ড হাডশোন     (খ) ফুকো

 

(গ) নিউটন                 (ঘ) ইউরি গ্যাগারিন

 

৬। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ?

 

(ক) ১২৭২৭               (খ) ১২২৫৭

 

(গ) ১২৫৫৭কি:মি:      (ঘ) ১২৭৫৭ কি:মি:

 

৭। পৃথিবীর আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে কম

 

i. উত্তরমেরুতে  ii. দক্ষিণ মেরুতে

 

iii. নিরক্ষরেখায়

 

নিচের কোনটি সঠিক

 

(ক)  i        (খ)  i ও  ii

 

(গ) ii  ও  iii               (ঘ) i ও    iii

 

৮। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?

 

(ক) ৬৪০০ (খ) ৬৫০০

 

(গ) ৬৭০০                 (ঘ) ৬৮০০

 

৯। কর্কট ক্রান্তি অক্ষাংশ কত ?

 

(ক) ৬৬.৫ দক্ষিণ   (খ) ৬৬. ৫ উত্তর

 

(গ) ২৩.৫ দক্ষিণ   (ঘ) ২৩.৫  উত্তর

 

১০। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় ?

 

(ক) এপ্যলো      (খ) থার্মোমিটার

 

(গ) সেক্সট্যান্ট   (ঘ) সিস্মোগ্রাফ

 

১১। বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ?

 

(ক) অক্ষরেখা              (খ) কর্কটক্রান্তিরেখা

 

(গ) মকররেখা             (ঘ) বিষুবরেখা

 

১২। ১৮০  দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত ?

 

(ক) ৬ ঘন্টা       (খ) ৯ ঘণ্টা

 

(গ) ১২ ঘণ্টা     (ঘ) ১৫ ঘণ্টা

 

 নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩-১৫ নং প্রশ্নের উত্তর দাও:

 

জামাল রাত্রিবেলা বাড়ীর ছাদে বসে মেঘ মুক্ত আকাশে তারা দেখছিল । হঠাত্ সে দেখতে পেল একটি তারা তার দিকে ছুটে এসে জ্বলে উঠল ।

 

১৩। জামালের দিকে ছুটে আসা তারাটিকে কী বলে ?

 

(ক) ধুমকেতু                 (খ) উল্কা

 

(গ) নক্ষত্র                    (ঘ) তারা

 

১৪। সুর্যের অবস্থান কোথায় ?

 

(ক) ছায়াপথে       (খ) গ্যালাক্সীতে

 

(গ) নিহারিকায়     (ঘ)  সৌরজগতে

 

১৫। জামালের দেখা তারাটির জ্বলে উঠার কারণ কী

 

i. বায়ুর সাথে সংঘর্ষ ঘটা      ii.পৃথিবীর আকর্ষণ বল   iii.গতির ক্ষীপ্রতা

 

নিচের কোনটি সঠিক

 

(ক)  i  (খ)  i ও  ii

 

(গ) ii  ও  iii   (ঘ)  i, ii ও    iii

 

 

১ গ ২ খ ৩ গ ৪ গ ৫ ঘ ৬ ঘ ৭ খ ৮ ক ৯

 

ঘ ১০ গ ১১ খ ১২ গ ১৩ খ ১৪ ঘ ১৫ ঘ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ