• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেটঃ : রবিবার, ১৮ মার্চ, ২০১৮

গণিত

 

হিমন এডওয়ার্ড গোমেজ

 

সহকারী শিক্ষক

 

সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, ঢাকা

 

 

বন্ধুরা তোমরা এগুলো পড়ো।

 

গুণিতক এবং গুণনীয়ক

 

১. গুণনীয়ক কাকে বলে?

 

উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ঐ সংখ্যাটিকে নি:শেষে ভাগ করা যায় ।

 

২. গুণনীয়কের অপর নাম কী ?

 

উত্তর : গুণনীয়কের অপর নাম উত্পাদক।

 

৩. গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে?

 

উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে।

 

৪. গুণিতক কাকে বলে?

 

উত্তর : কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নি:শেষে ভাগ করা যায়, তাদেরকে ঐ নির্দিষ্ট সাংখ্যার গুণিতক বলে।

 

৫. লসাগু কাকে বলে?

 

উত্তর : একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে ঐ নির্দিষ্ট সংখ্যার “লঘিষ্ঠ সাধারণ গুণিতক” বা লসাগু বলে।

 

৬. কতগুলো সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?

 

উত্তর : গসাগু ১।

 

৭. মৌলিক সংখ্যা কাকে বলে?

 

উত্তর : কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।

 

৮.১ মৌলিক সংখ্যা না হওয়ার কারণ কী?

 

উত্তর : ১ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা ১।

 

৯. ২৫ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী কী?

 

উত্তর : ২৯, ৩১ ও ৩৭।

 

১০. ৫ ও ৭ এর গসাগু কত?

 

উত্তর : ১।

 

১১. ১৭ ও ১৯ এর গসাগু কত?

 

উত্তর : ১।

 

১২. ১১ এর গুণনীয়কগুলো কী কী?

 

উত্তর : ১ ও ১১।

 

১৩. ১৮ এর উত্পাদকগুলো লেখ।

 

উত্তর : ১, ২, ৩, ৬, ৯ ও ১৮।

 

১৪.৩ ও ১১ এর লসাগু কত?

 

উত্তর : ৩৩।

 

১৫.৬, ১২, ১৮ ও ২৪ এর গসাগু কত?

 

উত্তর : ৬।

 

১৬.৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু কত?

 

উত্তর : ৭২।

 

১৭. ৫ এর প্রথম চারটি গুণিতক লেখ।

 

উত্তর : ৫, ১০, ১৫ ও ২০।

 

১৮. সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?

 

উত্তর : ২।

 

১৯. ৪০টি আম ও ১২০টি লিচু কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

 

উত্তর : ৪০ জন শিক্ষার্থীর মধ্যে।

 

২০.৩ ও ৪ এর একটি সাধারণ গুণিতক ১২ হলে এর পরবর্তী সাধারণ গুণিতক কত?

 

উত্তর : ২৪।

 

২১.দুটি ঘণ্টা ৫ ও ৭ মিনিট পরপর বাজে। সকাল ৯টায় একত্রে বাজার পর কখন পুনরায় একসাথে বাজবে?

 

উত্তর : সকাল ৯টা ৩৫ মিনিটে পুনরায় একত্রে বাজবে।

 

২২. ১৫ এর মৌলিক উত্পাদক কয়টি?

 

উত্তর : ২টি।

 

২৩.২, ৩, ৫ ও ৭ এর গ.সা.গু কত?

 

উত্তর : ১।

 

২৪.ল.সা.গু এর পূর্ণরূপ লেখ।

 

 উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

 

২৫.গ. সা. গু. এর পূর্ণরূপ লেখ।

 

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।

 

২৬. ১৮ এর তিনটি গুণিতক লিখ।

 

উত্তর : ১৮, ৩৬, ৫৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ