• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

বদলে যাওয়া বাংলাদেশকে ভয়ডরহীন বললেন রোহিত

আপডেটঃ : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ হার মেনেছে। তবে জয়ের জন্য ভারতকে শেষ বল পর্যন্ত উদ্বেগের মধ্যে থাকতে হয়েছে। ইনিংসের শেষ বলেও পাঁচ রান প্রয়োজন ছিল। সৌম্য সরকারের বলে দিনেশ কার্তিক ছক্কা মেরে সেই কঠিন কাজটি করেছেন।
হারলেও টি-টোয়েন্টিতেও নিজেদের নতুনভাবে মেলে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটেও এখন বাংলাদেশকে আর আন্ডারডগ বলার সুযোগ নেই। তাই বদলে যাওয়া বাংলাদেশকে ভয়ডরহীন এক দল হিসেবে আখ্যা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচ শেষে রোহিত বলেন, ‌‘ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলে, এটা সব সময়ই ভালো। তারা মাঠে নেমে নিজেদের মেলে ধরে মুক্তভাবে এবং তা উপভোগ করে। এতে কখনো হিতে বিপরীত হয়, যখন সবকিছু আপনার পক্ষে থাকে না। কিন্তু এটাই ওদের ক্রিকেটের ধরন।’
বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসায় রোহিত বলেন, ‘তারা অবশ্যই দারুণ ভালো একটা দল। গত তিন বছরে আমার দেখেছি ওরা কতটা বদলে গেছে। ওদের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আছে কিছু নতুন মুখও আছে। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় থাকা সবসময়ই দারুণ। প্রত্যাশিত ফলটা তাহলে মেলে। দলের অভিজ্ঞরা তরুণদের পথ দেখাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ