বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২৪ তম দুই দিনব্যাপী বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হবে ২৪ মার্চ। আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসভিইআর এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলাদেশের ভবিষ্যৎ ভেটেরিনারি শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও “এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স” শীর্ষক প্লেনারি লেকচার উপস্থাপন করা হবে।
ওই বৈজ্ঞানিক সম্মেলনে ৫৪টি মৌখিক গবেষণা নিবন্ধ ও ৬১ টি পোস্টার উপস্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর।