• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

টেস্টে ব্রডের ৪০০ উইকেট

আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৪০০ উইকেট লাভ করেছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউজিল্যান্ডের ওপেনার টম লাথামকে ফিরিয়ে এই কীর্তি গড়েছেন তিনি। আজকের দিনে তার বয়স ৩১ বছর ২৭১ দিন।
এর আগে সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেয়ার রেকর্ডটা ছিল দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ৩২ বছর ৩৩ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
সব বোলার বিবেচনায় মুত্তিয়া মুরালিধরন আর হরভজন সিংই কেবল ব্রডের চেয়ে কম বয়সে ৪০০ টেস্ট উইকেটের দেখা পেয়েছেন। মুরালিধরন এই ক্লাবে সবচেয়ে কম বয়সী হিসেবে অধিষ্ঠিত আছেন, এই মাইলফলক গড়ার সময় তার বয়স ছিল ২৯ বছর ২৭০ দিন।
ইংল্যান্ডের মধ্যে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখানো মাত্র দ্বিতীয় বোলার ব্রড। তার আগে দেশের হয়ে এই মাইলফলক গড়েছেন কেবল সতীর্থ পেসার জেমস অ্যান্ডারসন। সবমিলিয়ে বিশ্বের মধ্যে ৪০০ উইকেটশিকারি ১৫তম বোলার ব্রড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ