• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

পুলিশের সংরক্ষণাগারের ৫৫০ কেজি গাঁজা সাবাড় করলো ইঁদুর!

আপডেটঃ : শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

আর্জেন্টিনায় পুলিশের সংরক্ষণাগার থেকে প্রায় সাড়ে পাঁচ’শ কেজি গাঁজা খেয়ে ফেলার অভিযোগ উঠেছে ইঁদুরের বিরুদ্ধে। এখন ইঁদুরের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করতে না পারলে চাকরি হারানোর পাশপাশি কারাদণ্ডও ভোগ করতে হবে আট পুলিশ কর্মকর্তাকে!
ওই সংরক্ষণাগারে বিভিন্ন সময় জব্দ করা ছয় হাজার কেজির মতো গাঁজা রাখা ছিল। গত দু বছর ধরে সেগুলো বিভিন্ন অভিযানে জব্দ করা হয়েছে। এমিলিও পরতেরো শহরের নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নেয়ার পর আবিষ্কার করলেন বিশাল পরিমাণে গাঁজার কোনো হদিস নেই। স্বভাবতই তার পূর্ববর্তী কমিশনার হাভিয়ের স্পেশিয়ার দিকেই তাক করা হল সন্দেহের তীর। কারণ পদ ছেড়ে যাওয়ার সময় সংরক্ষণাগারে কি সামগ্রী জমা আছে সে বিষয়ে কাগজপত্রে কোনো সাক্ষর করেননি তিনি।
এ নিয়ে তদন্তের সময় মি স্পেশিয়া জানালেন, ঐ গাঁজা নাকি ইঁদুরে খেয়েছে। ইঁদুর সম্ভবত গাঁজাকে খাবার ভেবে ভুল করেছিলো, এমনটাই ছিল তার যুক্তি।
কিন্তু ইঁদুর কি গাঁজা খায়? তাও আবার সাড়ে পাঁচ’শ কেজি? তাই বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি শুরু হয় গবেষণাও। বুয়েনস এরিস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানালেন, ইঁদুর গাঁজাকে খাবার হিসেবে ভুল করবে সেটা সম্ভব নয়। আর যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে ইঁদুরগুলোর শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া হতো আর তাতে তারা নির্ঘাত মারা পড়তো।
এখন ইঁদুরের ঘাড়ে দোষ চাপানোর দায়ে বুয়েনস এরিস শহরে আটজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মে মাসের শুরুতে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে সাক্ষ্য দিতে হবে। এখন গাঁজা খাওয়ার দায়ে ইঁদুরকে দোষী সাব্যস্ত করতে না পারলে জেলেও জেতে হতে পারে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ