উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হওয়ার আগেই শেষ চারের টিকিট বিক্রি করে বিতর্কে জড়িয়ে পড়েছে ইতালির ফুটবল ক্লাব এস রোমা। শুক্রবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র। তার আগ থেকেই টিকিট বিক্রি শুরু করে দেয় রোমা। কোয়ার্টারফাইনালে বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের কয়েক ঘন্টার মধ্যেই রোমা বনাম লিভারপুল নামে নিজেদের ক্লাব ওয়েবসাইটে টিকিট বিক্রি করা শুরু করে তারা। ইংল্যান্ডের ট্যাবলয়েড ‘দ্য সান’ টিকিটের ছবিসহ এমন খবর ছাপিয়েছে।
ইংল্যান্ডের ট্যাবলয়েড ‘দ্য সান’ টিকিটের ছবিসহ একটি প্রতিবেদনে বলেছে, ‘আনুষ্ঠানিক ড্র’র আগেই সদস্যদের জন্য লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে রোমা। এখন প্রশ্ন হচ্ছেÑ রোমা কিভাবে জানলো লিভারপুলের বিপক্ষেই খেলতে হবে এবং দ্বিতীয় লেগের ম্যাচ তারা খেলবে ঘরের মাঠে?’
নিজের ওয়েবসাইটে টিকিটের ছবি দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তা মুছেও ফেলে রোমা। কিন্তু তার আগেই ‘দ্য সান’ সেই টিকিটের ছবি নিজেদের সংগ্রহে নিয়ে নেয় এবং পরবর্তীতে তা প্রতিবেদন আকারে ছাপায়। এমন খবর ছড়িয়ে পড়ার সাথে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিবেদনে অবাক হয়েছেন ফুটবলপ্রেমিরা।
এরমধ্যে রোমারই এক ফুটবলপ্রেমি লিখেছেন, ‘এমন অবিশ্বাস্য ঘটনা কখনও দেখিনি। ড্র’র আগে কিভাবে জানতে পারা যায়, লিভারপুলের বিপক্ষেই ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে রোমা! আশা করি, সেমিফাইনাল ম্যাচটায় গড়াপেটা হবে না।’ অনেক ফুটবলপ্রেমি আবার সরাসরি আঙ্গুল তুলেছেন উয়েফার। তাঁদের দাবি, ‘ইউরোপের ফুটবল সংস্থাও টিকিট কেলেঙ্কারির সাথে জড়িত।’
তবে এমন খবরকে ভিত্তিহীন বলছেন রোমা কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমরা নিজেরাও এটি দেখে অবাক হয়েছি।’
বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টারফাইনালের দ্বিতীয় লেগে অবিস্মরণীয় জয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে রোমা। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৪-১ গোলে হারে রোমা। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সাকে ৩-০ গোলে হারায় তারা। ফলে দুই লেগে মিলিয়ে গোলের স্কোর দাড়ায় ৪-৪। কিন্তু অ্যাওয়ে গোলের কারনে সেমিতে খেলার সুযোগ পায় রোমা। বাসস।