চীন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি গুপ্তচরবৃত্তি ঠেকাতে মান্দারিন ও ইংলিশ ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে। এর মাধ্যমে দেশটির নাগরিকরা ‘সমাজতান্ত্রিক ব্যবস্থা নিপাত যাক’ এর মতো জাতীয় নিরাপত্তা হুমকির মতো বিষয়গুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে। খবর এএফপি’র।
রবিবার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় ‘ডব্লিউডব্লিউডব্লিউ.১২৩৩৯.গভ.সিএন’ নামের ওয়েবসাইটটি চালু করে। কোন চীনা নাগরিক, সরকারি কিংবা সামরিক কর্মকর্তাকে ঘুষ প্রদান, দাঙ্গা বাঁধানোর উস্কানি অথবা জাতিগত বিভেদ সৃষ্টি বা ঘৃণা ছড়ানোর মতো কিছু লিখলে বা প্রচারণা চালালে এই ওয়েবসাইটে তা অবহিত করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এএফপি।