সৌদি আরব গত সপ্তাহে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি। ওই হামলায় হুতি বিদ্রোহীদের দ্বিতীয় প্রধান নেতা নিহত হয়েছে। হুতি বিদ্রোহীরা এই হত্যার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ার করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালেদ বিন সালমান মঙ্গলবার রাতে টুইটারে জানান, ‘রয়েল এয়ার ফোর্সের বীরেরা হুতি মিলিশিয়া নেতা সালেহ্ আল-সাম্মাদের ওপর সফল হামলা চালিয়েছে।’ খবর এএফপি’র।
ইরানের মিত্র বিদ্রোহী সংগঠনটি জানায়, মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হোদেইদায় হুতির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সাম্মাদ নিহত হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। প্রিন্স খালেদ বলেন, তার ভাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান হামলাটির তত্ত্বাবধায়নে ছিলো।
সাম্মাদ সৌদি আরবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ার পর তাকে হত্যা করতে এ বিমান হামলা চালানো হয়। ইয়েমেনে তিন বছরের এই যুদ্ধে প্রায় ১০ হাজার প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এএফপি।