সামান্য ভোটের ব্যবধানে অ্যারিজোনার কংগ্রেস আসনে জয় পেলো ট্রাম্পের রিপাবলিকান দল। মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে হারিয়ে আসনটি নিজেদের কাছে রাখতে পেরেছে তারা। রিপাবলিকান প্রার্থী ডেবিই লেসকো ৫২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী হিরাল টাইপারনেনি পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট। খবর এএফপি’র।
আগের নির্বাচন থেকে এবারের নির্বাচনে রিপাবলিকানদের ভোট অনেক কমেছে। অপরদিকে ডেমোক্রেটিকদের ভোট বেড়েছে। আগের নির্বাচনে রিপাবলিকানরা পেয়েছিল ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। অপরদিকে ডেমোক্রেটরা পেয়েছিল ২৭ দশমিক ৯ শতাংশ ভোট। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিতর্কিত ইস্যুর কারণে এই নির্বাচনকে প্রেসিডেন্টের জনপ্রিয়তার পরীক্ষা হিসাবেই দেখছে সবাই।
অ্যারিজোনার নির্বাচনে ভোটের ব্যবধান কম হওয়াতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা ভালো করবে বলে সবাই মনে করছে। উল্লেখ্য, কনজারভেটিভ কংগ্রেসম্যান টিরেন্ট ফ্রাঙ্কের যৌন কেলেঙ্কারির কারণে আসনটি খালি হয়েছিলো। এএফপি।