প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়ে প্রথম মৌসুমেই লিগ ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ক্লাব সতীর্থ এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান এই সেনসেশন জিতে নেন এই পুরস্কার।
মৌসুমের শুরুতে রেকর্ড মূল্যে ফ্রান্সে পাড়ি জমালেও বেশকিছুদিন ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। মিস করেছেন লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটি ম্যাচ। এরপরও সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি। রবিবার রাতে নেইমারের হাতে পুরস্কার তুলে দেন আরেক সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো। এ সময় নেইমার কালো ও সোনালী রঙের মিশ্রনে একটি আভিজাত জ্যাকেট পড়ে এসেছিলেন।
২৫ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা নেইমার ফরাসি লিগে ২০ ম্যাচে ১৯ গোল করেন। বর্ষসেরার পুরস্কার লাভের পর তিনি বলেন, ‘সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। কারণ এমন একটি মৌসুম শেষ করতে পেরে আমি খুবই খুশি ও সম্মানিত। আসলে সতীর্থদের ছাড়া এই পুরস্কার আমার কখনোই জেতা হতো না।’