মুসলিমদের পবিত্রতম মাস রমজানকে সামনে রেখে সিরিয়ার দৌমার একটি মেলা শুরু হয়েছে। এই মেলায় খাবার ও খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হচ্ছে। সিরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে চার দিনব্যাপী এই বিশেষ মেলাটি রবিবার উদ্বোধন করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাজধানীর কাছে ইস্টার্ন ঘৌতায় এই স্থানটি এক সময় সিরিয়ার আসাদ বিরোধীদের ঘাঁটি ছিল। উভয়পক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়। খবর এএফপি’র। গত মাসে সিরিয় সরকার ঘৌতা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
তাদের হামলার কারণে হাজার হাজার স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিরোধীদের অধিকৃত অংশ ও দামেস্কের নিকটস্থ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা সংঘর্ষে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এখনও দৌমা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে যারা আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন, তারা তাদের বাড়ি-ঘর মেরামত করতে প্রয়োজনীয় জিনিস কিনতে রবিবার এই মেলায় এসেছেন। নারী, পুরুষ ও শিশুরা বিভিন্ন স্টল থেকে ইনস্ট্যান্ট কফিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনছেন। এএফপি।