দিল্লি ডেয়ার ডেভিলসের কাছে মুম্বাই ইন্ডিয়ানসের হারে রাজস্থান রয়্যালসের প্লে-অফ অনেকটা নিশ্চিতই ছিল। সেটাই নিশ্চিত হল চেন্নাই সুপার কিংসের কাছে কিংস ইলেভেন পঞ্জাবের হারের পর। প্লে-অফের চারটি দল এখন যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। বুধবার রাত আটটায় ইডেনে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।
এলিমিনেটরে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেই ম্যাচটি ইডেনে হবে শুক্রবার রাত ৮টায়। জয়ীরা দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলবে।