• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি এলাকা থেকে লোকদের সরিয়ে নেয়া হচ্ছে

আপডেটঃ : মঙ্গলবার, ২২ মে, ২০১৮

ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি থেকে উদগীরিত ছাই মঙ্গলবার ভোরে আকাশে ৩ হাজার ৫শ’ মিটার এলাকায় ছড়িয়ে পড়ায় লোকজনকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পুরও নুগরোহো বলেন, জাভা দ্বীপের ওই আগ্নেয়গিরি এলাকায় সতর্কতা সর্বনিম্ন অবস্থা থেকে বাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। খবর সিনহুয়ার।
সংবাদ সংস্থা জানায়, ওই আগ্নেয়গিরি থেকে তিন কিলোমিটার দূরত্ব পর্যন্ত কেবলমাত্র গবেষণা কর্মকাণ্ড ছাড়া সকল ধরনের পর্বতারোহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার থেকে ৪ বার লাভা উদগীরণ হতে দেখা গেছে। সর্বশেষ লাভা নির্গত হয়েছে গতরাত ১টা ৪৭ মিনিটে। সুটোপো বলেন, গতরাত থেকে লোকদের সরিয়ে নেয়া হচ্ছে। সিনহুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ