• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ও টাকার পরিমাণ বাড়ানো হবে বাজেটে: চুমকি

আপডেটঃ : বুধবার, ৩০ মে, ২০১৮

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আগামী অর্থ বছরের বাজেটে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৮ লাখ থেকে বৃদ্ধি করে সাড়ে ৯ লাখে উন্নত করা হবে এবং টাকার পরিমাণও ৫শ’ টাকা থেকে বাড়িয়ে ৮শ’ টাকা করা হবে।
আজ বুধবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত দরিদ্র মায়েদের জন্য হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী মায়েদের হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে মায়েদের উদ্দেশে বলেন, শূন্য থেকে ৫ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ বিকাশ সাধিত হয়। সুতরাং এই সময় শিশুদের প্রতি যত্নশীল হতে হবে।
চুমকি বলেন, সরকার যে টাকা আপনাদের দিয়েছেন এই টাকা দিয়ে নিজে এবং শিশুকে ভাল খাবার খাওয়াবেন।
এ সময় সচিব নাছিমা বেগম মায়েদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে ডাক্তারের সাথে কথা বলবেন। আপনাদের কি সমস্যা তা ডাক্তারকে বলবেন, এর জন্য কোন টাকা দিতে হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ